যশোরে ইনকিলাব এ মাহদি মিশনের আয়োজনে ২০শে জামাদিউস সানী মা ফাতিমা (রাঃ) জন্মদিন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে যশোর জিলা স্কুল মিলনায়তনে মা ফাতিমা রাঃ জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ইনকিলাব এ মাহদি মিশনের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিয়া ওলামা সোসাইটির সভাপতি ইব্রাহিম খলিল রাজাভী বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. এম আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ জয়গাম আব্বাস, এহতেশাম উল আলম প্রতিক, ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হোসাইন, ইনকিলাব এ মাহদি মিশনের উপদেষ্টা আতাহার হোসাইন সহ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মা ফাতিমা রাঃ এর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী জিলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ শেষে জিলা স্কুল এর সামনে এসে শেষ হয়।