April 4, 2025, 1:43 am

News Headline :
ঢাকুরিয়া ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত ফিলিস্তিনের গাজা ও ভারতের কাগার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিপ্লবী ছাত্র – যুব আন্দোলন যশোর জেলা শাখার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। চাঁদাবাজ-সন্ত্রাসীদের স্থান যশোরে হবে না: এসপি রওনক জাহান যশোর সদর উপজেলার চাচড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আবু মুসার উপার হামলা  করেছেন আওয়ামীলীগের সন্ত্রাসীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঢাকুরিয়ায় বিএনপি নেতা কমীর্কে নিয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনা যশোরে ১২ বোতল বিদেশি মদ সহ গোলাম রাব্বানী নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেনাবাহিনীর বন্দুকের নল আ’লীগ ফ্যাসিস পুলিশের দিকে তাক করেছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে : রাশেদ খাঁন যশোরেস ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টায় প্রতিবেশি যুবক আটক গণমানুষের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ঢাকুরিয়ায় জামায়াত ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অভয়নগরে সাবেক পৌরকাউন্সিলরকে কুপিয়ে হত্যার ২দিন পার হলেও কাউকে আটক করতে পরেনি পুলিশ

অভয়নগরে সাবেক পৌরকাউন্সিলরকে কুপিয়ে হত্যার ২দিন পার হলেও কাউকে আটক করতে পরেনি পুলিশ

 

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলায় ৪ নং ওয়ার্ড কাউন্সিলরকে  কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে। গত শনিবার  রাতে উপজেলার নওয়াপাড়া আয়কর অফিসের পিছনে ভৈরব নদের তীরে বুড়িরঘাট এলাকায় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সোয়া ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই ব্যাক্তির নাম জিয়াউদ্দিন পলাশ(৪৪)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন সরদারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। এসময় উত্তেজিত স্থানীয় লোকজন রইচ সিকদার (৩৫)নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ছোট ভাই আ. মান্নান সরদার লেনিন জানান, শনিবার রাত সাড়ে সাতটার দিকে তার বড় ভাই জিয়াউদ্দিন পলাশ বাড়ি থেকে ১৫০ গজ দুরে তেঁতুলতলা মসজিদের পাশে অবস্থিত একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন লোক চায়ের দোকান থেকে তার ভাইকে ধরে নিয়ে যায়।  এরপর ভাইকে নওয়াপাড়া বুড়িরঘাট এলাকায় আয়কর অফিসের পিছনে ভৈরব নদের তীরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকার লোকজন তাকে খুঁজে পেয়ে সেখান থেকে উদ্ধার করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন বিশ্বাস বলেন, এখানে আনার আগেই জিয়াউদ্দিন পলাশের মৃত্যু হয়েছিল। তাঁর দুই পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার দুই হাতের কবজিতে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একত্রিত হয়ে রইচ সিকদার (৩৫)নামের এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রইচ সরদার নওয়াপাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক। গতকাল রোববার দুপুর বারোটার দিকে পলাশের বাড়িতে গেলে দেখা যায় শতাধিক লোক বাড়ির উঠানে বসে আছেন। তার স্ত্রী শারমিন নাহার অঝোর ধারায় কাঁদছেন। পলাশের বড় ছেলে তাসরিন সরদার(১০) ও ছোট ছেলে তাইফ সরদার( ৯ মাস) নিরব হয়ে মায়ের পাশে বসে আছে। শারমিন নাহার কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘ ওইদিন রাত ৭:৪০ মিনিটে আমি আমার স্বামীর মোবাইলে ফোন দিলে বলে দুইজন লোক বাড়ি যাচ্ছে। তাদের কাছে ২০ হাজার টাকা দিয়ে দাও।ওদের কোনো কিছু জিজ্ঞাসা কোরো না। এরপর  ফোন কেটে দেয়।  এরপর আর সে ফোন ধরেনি। পরে জানতে পারলাম আমার স্বামীকে মেরে ফেলেছে।’

নিহত জিয়াউদ্দিন পলাশের পিতা ইব্রাহিম হোসেন সরদার একই ওয়ার্ডের কমিশনার ছিলেন। গত ২০২৩ সালে ৫ নভেম্বর তিনি নওয়াপাড়া রেল স্টেশনের প্লাটফর্মের উপর দূর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এমাদুল করিম বলেন, জিয়াউদ্দিন পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখছি। হত্যাকান্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠান হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2424
Design & Developed BY CodesHost Limited