যশোরে ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার
- Update Time :
Sunday, December 29, 2024
-
246 Time View
- নিজস্ব প্রতিবেদক
- যশোরে ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার হয়েছে। আজ সকালে যশোর কালেক্টরেটের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোরের উপ পরিচালক আসলাম হোসেন।
- সেমিনারে জানানো হয় চলতি বছরে যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক হাজার ৫০১ অভিযান পরিচালনা করে। এসময় ৪৫৭টি মামলা হয়। এরমধ্যে ১৭২টি নিয়মিত মামলা রুজু হয়। ২৮৫টি মোবাইল কোট পরিচালনা করা হয়। ৪৭৪ জনকে আসামি করা হয়। গ্রেফতার করা হয় ৪৩৬জনকে। একই সময়ে ৯১ কেজি গাঁজা গাঁজা, এক হাজার ৪৪৩ বোদল ফেনসিডিল, ৩২ লিটার স্প্রিট, ১২ বোতল বিদেশী মদ, চার হাজার ৩৩ পিচ ইয়াবা, ৩২০ লিটার তাড়ি, ৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ লাখ ৩৭ হাজার ৭০০ টাকাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
Leave a Reply