যশোরে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
যশোরে ঝিকরগাছায় সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় যশোর ঝিকরগাছা বাজারে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট ঝিকরগাছা শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট ঝিকরগাছা শাখার সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের মহাসচিব প্রফেসর ডা. শওকত আলী।
এসময় ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন সহ প্রমূখ।
Leave a Reply