স্ত্রীর সাথে পরকিয়ার অভিযোগে আপন খালুর দুই চোখ উপড়ে ফেলেছে সাদ্দাম হোসেন নামে এক যুবক
- Update Time :
Friday, March 7, 2025
-
198 Time View
যশোর প্রতিনিধিঃ
স্ত্রীর সাথে পরকিয়ার অভিযোগে আপন খালুর দুই চোখ উপড়ে ফেলেছে সাদ্দাম হোসেন নামে এক যুবক । বৃহস্পতিবার রাতে যশোর শহরের বকচর গোরস্থান এলাকায় এঘটনা ঘটে। রাতে আহত শহিদুল ইসলামকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এঘটনার পাঁচ ঘন্টার মধ্যে খালুর দুই চোখ উপড়ে ফেলা ভাগ্নে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বিষয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, আসামী দীর্ঘদিন ধরে সন্দেহ করতে থাকে যে তার ১ম স্ত্রী প্রিয়া খাতুনের সাথে তার খালু শহিদুল ইসলামের শারীরিক সম্পর্ক রয়েছে এবং তার খালু তাকে মাঝে মাঝেই বলে তার উপর জীনের ভর রয়েছে। আর সেই জীনের মাধ্যমে ভর করে ভিকটিম শহিদুল ইসলাম আসামি সাদ্দাম এর স্ত্রীর সাথে শারীরকি সম্পর্ক করে।
এই সমস্ত কথাবার্তা শোনার পর সাদ্দাম উত্তেজিত হয়ে পড়ে এবং তার খালু শহিদুল ইসলাম যেন চোখ দিয়ে তার স্ত্রী প্রিয়া খাতুনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে সেজন্য চোখ উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।
Leave a Reply