July 4, 2025, 8:51 am
যশোরে সাসস’র উদ্যোগে ৫‘শ শ্রমজীবী মানুষকে খাওয়ানো হল মৌসুমি ফল
যশোর প্রতিনিধি:
যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতন সংস্থা (সাসস) আয়োজন করে ব্যতিক্রমী এক ঈদ পুনর্মিলনী। যেখানে শহরের প্রায় ৫০০ জন শ্রমজীবী মানুষকে মৌসুমি ফল খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে।
শুক্রবার বিকেলে শহরের ব্যস্ততম প্যারিস রোডের একাংশে থরে থরে সাজানো হয় আম, লিচু, জাম, কাঁঠালসহ পাঁচ প্রকার ফল। পথচারীরা প্রথমে এটিকে ফলের দোকান ভেবে ভুল করলেও, এগিয়ে গিয়ে দেখতে পান—এটি আসলে এক মানবিক আয়োজন।
সাসস’র সদস্যরা জানান, “সবাই ঈদের খুশিতে শরিক হতে পারে না। অনেকে ফল কিনে খাওয়ার সামর্থ্যও রাখে না। তাদের কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম, সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শুধু খাওয়ানোই নয়, খাওয়ার আগে হাত ধোয়ার ব্যবস্থা এবং খাওয়ার পর ময়লা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থাও রাখা হয়।
Leave a Reply