July 4, 2025, 9:52 am

News Headline :
মণিরামপুরে কৃষকরা অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ \ পুলিশ এনে শান্ত করেণ পরিবেশ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি দ্বোতলা বাড়িতে শুক্রবার গভীর রাতে ঢাকা ডিবি ও যশোরের পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে যশোর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শোর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মাসুদুল বারী কাক্কু এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে মণিরামপুরে উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  যশোর আদালতে এজাহারের কপি গায়েব বেঞ্চ সহকারী ও আইনজীবীকে শোকজ যশোরের চুড়ামনকাটিতে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইসলাম সজল (১১) নামে এক হাফেজি মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে যশোর সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজ এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে
মনিরামপুরে নগদ ডিস্টিবিউটরের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

মনিরামপুরে নগদ ডিস্টিবিউটরের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

mu:যশোরের মনিরামপুরে নগদ ডিস্টিবিউটরের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার চালকের যোগসাজশে এই ছিনতাইরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর —ই— আলম সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূর—ই—আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার ১৭ জুন সকাল পৌনে ১০টার দিকে নগদের ডিস্টিবিউটর রবিউল ইসলামের একটি প্রাইভেটকার যশোর থেকে মনিরামপুর যাওয়ার পথিমধ্যে জামতলা নামক স্থানে পৌঁছালে পিছনের দিক থেকে দু’টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা আসামিরা হাতে ধারালো চাপাতিসহ গতিরোধ করে। একপর্যায়ে অজ্ঞাতনামা আসামিরা মোটরসাইকেল থেকে নেমে প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে ও ধারালো চাপাতি দিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে প্রাইভেটকারে থাকা নগদের ডিস্টিবিউটরকে ভয়ভীতি দেখিয়ে তার নিকট থাকা নগদ হাউজের নগদ ৩৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি ভিকটিম রবিউল ইসলাম জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নূর—ই—আলম সিদ্দিকী আরও জানান, ছিনতাইয়ের ঘটনার আগে ও পরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, পুলিশি কলাকৌশল প্রয়োগ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। পরবর্তীতে ডিবিসহ জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেলের সূত্র ধরে আসামি সাগর হোসেনকে ঝিকরগাছার খোষালনগর গ্রাম থেকে গ্রেফতার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে। আসামি সাগর হোসেনের তথ্যের ভিত্তিতে যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকী আসামিদের গ্রেফতার করা হয়। নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী সাজুর যোগশাজোসে ছিনতাই করে তারা।
গ্রেফতারকৃতরা সকলে যশোর জেলা বিভিন্ন এলাকার বাসিন্দা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2424
Design & Developed BY CodesHost Limited