July 7, 2025, 3:58 am

News Headline :
যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলম বলেছেন যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে একজন ওসির অনৈতিক কর্মকান্ডের ঘটনায় সপ্তাহজুড়ে নানা আলোচনা চলছে যশোরের মনিরামপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলমের কর্মী সম্মেলনে অনুষ্ঠানে যশোর—৫ মনিরামপুর আসনে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ—এর পক্ষ থেকে হাফেজ রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করেছেন দলের মহাসচিব যশোরের সাতমাইল মুরাদগড় বাজার এলাকা থেকে ৩ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ও মেহেদি নামে ২ জনকে আটক করেছে বিজিবি লাইলি-মজনুর প্রেমের কথা আমরা গল্প-উপন্যাসে পড়েছি, সিনেমায় দেখেছি। কিন্তু বাস্তব জীবনেও যে এমন হৃদয়ছোঁয়া প্রেমের কাহিনি যশোরে স্কুল ছাত্রীকে (১৭) অপহরনের ঘটনায় তানভীর ইসলাম বিপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপ মণিরামপুরে কৃষকরা অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ \ পুলিশ এনে শান্ত করেণ পরিবেশ
যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপ

যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপ

যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপ

যশোর প্রতিনিধি
যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে যশোর জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের
ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ এসিড হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী
রাহেলা বেগম (৪৮), ৮ বছরের ছেলে ইয়ানূর ও মেয়ে রিপা খাতুন ।
আহতদের পরিবার জানায়,একই এলাকার মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে
বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম আজ রাত সাড়ে ৮টার
দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন এসিডে
দগ্ধ হন। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের
যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, এসিডের শিশু পিয়ানুর রহমানের পা সহ
বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ
হয়েছে। সকলকে চিকিৎসা দেয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2424
Design & Developed BY CodesHost Limited