September 13, 2025, 6:05 pm
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
ইতিপূর্বে যশোর কোতয়ালি থানা এলাকার একটি নাশকতা মামলায় তিনি গ্রেফতার হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তিনি বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত শওকত ফরাজীর ছেলে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন রোববার মুনজুর রশিদ স্বপনকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন।
মুনজুর রশিদ স্বপনের বিরুদ্ধে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১টার সময় যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। ওই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
Leave a Reply