September 13, 2025, 4:06 pm
mu:
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে আবারও দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তার স্থাবর সম্পদ অবরুদ্ধ এবং অস্থাবর সম্পদ ক্রোক একইসাথে আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।
দুদকের একটি মামলায় করা পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে গত রোববার যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম এই আদেশ দেন।
দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৪ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা হয়। এই মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন। একই কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন।
গত ২৬ জুন আসামি স্বপন ভট্টাচার্য্যরে দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্থাবর সম্পদ অবরুদ্ধ ও অস্থাবর সম্পদ ক্রোক এবং আয়কর নথি জব্দের জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রোববার শুনানি শেষে তিনটি আবেদনই মঞ্জুর করেন স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম।
স্বপন ভট্টাচার্য্যরে স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দুই কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকা। এছাড়া, তার ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকা জমা এবং ৪০ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ৫৯৪ টাকার উত্তোলন অর্থাৎ অস্বাভাবিক লেনদেন হয়েছিল। আদেশের প্রেক্ষিতে ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক এবং শহরের লালদিঘির পাড়ের বাড়ি ও ঢাকার ফ্ল্যাট অবরুদ্ধের বিষয়ে পদক্ষেপ নেবে দুদক
Leave a Reply