September 13, 2025, 4:03 pm
যশোর প্রতিনিধি:
অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ জন আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল,এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোরের এসআই দেবব্রত ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার সাথে জড়িত ৫জন আসামীকে আটক করেন। মিন্টু গাজী(৩৬), মোঃ হাসানুর রহমান (৪০), মো বিল্লাল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা(২৫)’ দের গ্রেফতার করে।
আসামীদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামী মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামী হাসানুর রহমানের কাছে রেখে যায়।
মেহেদী হাসান—কে জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে আলোচিত তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল((৭.৬৫) ও এক রাউন্ড গুলি(তাজা) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা—১২, রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply