গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ।
যশোর প্রতিনিধিঃ
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের বর্বরোচিত স্বশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী।জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে মিছিলটি শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে বিকালে দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের যারা ন্যাক্কারজনক হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান তিনি। তিনি আরো বলেন যে সমস্ত রাজনৈতিক দল এনসিপি’র সমালোচনা করছেন তাদের ভেবে দেখতে হবে এই সুযোগে আওয়ামী স্বৈরাচারের দোসররা, যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে তারা তৃতীয় পক্ষ হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আর যারা আজকে রাজনৈতিকভাবে এনসিপিকে কটাক্ষ করছেন, বাংলাদেশে সংস্কার করতে দেন না। ফ্যাসিবাদের বিচার চান না। আপনাদের কর্মকান্ডের কারণে আবারও যেন অতিতের মত কোন স্বৈরাচারের উত্থান বাংলাদেশে না হয়।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা বিলাল হুসাইন, জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবুল হাশিম রেজা, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন সহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ শেষে মনিহার চত্বরে এসে শেষ হয়।
Leave a Reply