September 13, 2025, 4:03 pm
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’
যশোর প্রতিনিধি
১৬ জুলাই, নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। গতবছর ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়।
দিবসটি উপলক্ষে জেলার সকল সরকারী—বেসরকারী,সাংসত্বশাসিত প্রতিষ্ঠান,স্কুল কলেজে্ পতাকা অর্ধনমিত রাখা হয়।পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার নুর—এ আলম সিদ্দীকি,জেলা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জামায়াতে ইসলামের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,নাগরিক পার্টি সহ জুলাই যোদ্ধা ,জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা , সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
আলোচনাসভা শেষে শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply