September 13, 2025, 4:05 pm
যশোরে এনসিপির জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা
‘নতুন বাংলাদেশ গড়তে দরকার একটি নতুন কনস্টিটিউশন’
সংবাদ বিজ্ঞপ্তি।
যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘গণঅভ্যুত্থানের ১ বছর: গণআকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের গাঠনিক শক্তির উত্থান হয়েছে। ছাত্র—জনতার অভূতপূর্ব ঐক্যে রক্তস্নাত এক গণলড়াইয়ের ভেতর দিয়ে ২০২৪’র ৫ আগস্ট অর্জিত হয়েছিল গণসার্বভৌমত্ব। অর্থাৎ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী এক শাসনের পতনের মাধ্যমে সেদিন ‘গণসার্বভৌমত্ব’ বা রাষ্ট্রে জনগণের কতৃর্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই গণসার্বভৌমত্ব জনতাকে এনে দিয়েছে ঐতিহাসিক এক গঠনতান্ত্রিক ক্ষমতা— ‘কনস্টিটুয়েন্ট পাওয়ার’ বা ‘গাঠনিক শক্তি’। সেই গাঠনিক ক্ষমতার ভিত্তিতে আমার নতুন একটি বাংলাদেশ গঠন করবো।
মঙ্গলবার বিকেল ৫টায় শহরের আলমগীর সিদ্দিকী হলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংগঠনটির জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
বক্তারা আরো বলেন, জনগণের গাঠনিক ক্ষমতার বুনিয়াদে নতুন বাংলাদেশ গড়ার বদলে চলছে কথিত সব সংস্কার। যে সংস্কারে গণমতামতের ধার ধারা হচ্ছে না। এই সংস্কার প্রক্রিয়ায় জনগণের অভিপ্রায়ের কোনো প্রতিফলন নেই। ফলে এ ধরনের সংস্কার গণক্ষমতা প্রতিষ্ঠার বিরোধী একটি প্রক্রিয়া। আর এভাবে কতিপয় সংস্কার ও নির্বাচনের মধ্যে গণঅভ্যুত্থানকে সংকুচিত করে ফ্যাসিবাদ জিইয়ে রাখার তৎপরতা চলছে। কিন্তু ২৪’র গণঅভ্যুত্থানের মর্ম ফ্যাসিবাদ নির্মূলের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গঠন। এ জন্য বিদ্যমান ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামো বদল করতে হবে। বদলাতে হবে গণক্ষমতা বিরোধী ফ্যাসিবাদী সিস্টেম। আর তার জন্য আমাদের একটি নতুন কনস্টিটিউশন বা গঠনতন্ত্র লাগবে। যার আলোকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র গড়ে তুলতে পারবো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক মুনিরুজ্জামান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯০’র গণঅভ্যুত্থানের লড়াকু ছাত্রনেতা মেহদি—উর রহমান টুটুল। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যশোরের জেলা সংগঠক মো. নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, ছাত্র প্রতিনিধি খন্দকার রুবাইয়া ও উম্মে সাদিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সালমান হাসান রাজিব।
Leave a Reply