September 13, 2025, 6:05 pm
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মণিরামপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আলমকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ৩০ আগস্ট মণিরামপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
Leave a Reply