যশোরে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
যশোর প্রতিনিধিঃ
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শহীদসহ চারজনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১২/০৯/২০২৫) সন্ধ্যা ৬টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার রওনক জাহান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল আজ সকালে শহরের পালবাড়ি মূর্তির মোড়ে অভিযান চালায়। সেখানে তারা আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা শহীদুল ইসলাম ওরফে শহীদকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে, শহীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে শহীদসহ চোর চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এই চক্রের মোট ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব মিলিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply