যশোরেস ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টায় প্রতিবেশি যুবক আটক
- Update Time :
Saturday, March 22, 2025
-
30 Time View
যশোরেস ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টায় প্রতিবেশি যুবক আটক
যশোর প্রতিনিধি :
মোবাইলে নিজ স্ত্রীর সাথে সহবাসের ভিডিও ধারণ করে ঘরে বসে দুজন মিলে ওই ভিডিও দেখার সময় প্রতিবেশি ৬ বছর বয়েসী শিশু লুকিয়ে তা দেখে ফেলে । এর পর শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করলে ওই দম্পত্তি তড়িঘড়ি করে ভিডিও বন্ধ করে দেন। পরে কৌশলে ওই শিশুকে নিজেদের রান্নাঘরে নিয়ে বিবস্ত্র করার চেষ্টাকালে শিশুটির নানি দেখে ফেলেন। তখন শিশুটিকে ফেলে পালিয়ে যায় মিঠু (৩৫)।
বৃহস্পতিবার (২০ মার্চ) যশোরের ভেকুটিয়া কোলোনি মোড়ের একটি বাড়িতে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক ছিলো ধর্ষন চেষ্টায় অভিযুক্ত মিঠু(৩৫)।
রবিবার (২৩ মার্চ) রাত সাড়ে বারোটার দিকে মিঠু তার বাড়ি ফিরলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মিঠুকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনলে আগে থেকে থানায় অবস্থান নেয়া ওই এলাকার লোকজন গণপিঠুনি দেয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে নিজেই থানা হাজতে ঢোকার চেষ্টা করে মিঠু। হাজতের গেটতালাবদ্ধ থাকায় সেখানে দ্বিতীয় দফা গণপিটুনির শিকার হয় সে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে ঢোকায়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় শিশুটির নানী মিঠুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply