শরিফুুল ইসলাম,
যশোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী -২০২৫ উদযাপন,
ফেস্টুন বেলুন উড়িয়ে, র্যালী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত কাল রবিবার সকাল-১০ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোরের কার্যালয়, যশোরে “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন অনুষ্ঠানে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫ তম জাতীয় সমাবেশের শুভ উদ্ধোধন করেন সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এরই ধারাবাহিকতায় যশোর জেলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিপি দিবস উপলক্ষ্যে ফেস্টুন বেলুন উড়িয়ে, র্যালী এবং বিভিন্ন উপজেলা হতে আগত সদস্য/সদস্যাদের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, ২৯ আনসার ব্যাটালিয়ন নাভারণ
মো: তরফদার আলমগীর হোসেন। তিনি ভিডিপি দিবস-২০২৫ উপলক্ষ্যে সকল ভিডিপি সদস্য সদস্যাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে অভিনন্দন জানান। “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” এই শ্লোগান কে ধারণ করে প্রত্যেক ভিডিপি সদস্যকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। জেলা কমান্ড্যান্ট, যশোর মোঃ আল-আমিন, সার্কেল অ্যাডজুট্যান্ট, জনাব মো: মহব্বত আলী মোড়লসহ ০৮ টি উপজেলা হতে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রমুখ ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply