April 3, 2025, 7:00 am
ইমদাদুল হক রহীম( অভয়নগর)
আগামী ২৭ ডিসেম্বর যশোরে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান আগমন উপলক্ষে অভয়নগর উপজেলা যুব জমাতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অভয়নগর উপজেলা যুবজামাতের সেক্রেটারি আরিফুল ইসলাম এর পরিচালনা সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলায় জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শরিফ সরদার ও সেক্রটারি অধ্যাপক মহিউল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাও আলতাফ হোসেন,যুবজামায়তের সভাপতি মাসুদ রানা শ্রমিককল্যাণ ফেডারেশন সেক্রেটারী মো: ইউনুস আকুঞ্জি শ্রমিক , যুবজামায়াতে পৌরসভাপতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি আরিফুল ইসলাম
Leave a Reply