নরেন্দ্রপুরে বিএনপি নেতা আকবর আলীর হাতে শিক্ষক লাঞ্ছিত
- Update Time :
Sunday, December 29, 2024
-
281 Time View
নরেন্দ্রপুরে বিএনপি নেতা আকবর আলীর হাতে শিক্ষক লাঞ্ছিত।
রাসেল হেসেন,
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সভায় চেয়ার-টেবিল ও পর্দার কাপড় জোগাড় করে না দেওয়ায় আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী বিশ্বাস’কে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নরেন্দ্রপুর ইউনিয়নের দুই ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকবরের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। লাঞ্চিত শিকার প্রধান শিক্ষক হযরত আলী জানান- গত বৃহস্পতিবার আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ কর্মী সভার আয়োজন করেন। সভায় বিদ্যালয়ের চেয়ার-টেবিল ও পর্দাসহ বিভিন্ন জিনিষপত্র চান আয়োজকরা। কিন্তু প্রধান শিক্ষক বাড়ি থেকে আসতে সামান্য দেরি হওয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি তার উপর ভিষণ চড়াও হয়। জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর ওসব জিনিষপত্র এনে দিয়ে রক্ষা হয় ওই শিক্ষকের। এঘটনার পর প্রধান শিক্ষক হযরত আলী নিরাপত্তা হীনতায় আছেন বলে জানান। কেউ হুমকি দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান এবিষয়ে বাড়াবাড়ি করলে এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দিয়েছে। এঘটনায় প্রধান শিক্ষক হযরত আলী অপমান ক্ষোভ আর লোকলজ্জায় কাউকে কিছু না জানিয়ে নিরব থাকলেও বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বেশ কিছু স্থানীয়রা জানান গত ৫ আগষ্টের পর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী বেপরোয়া হয়ে উঠেছে মানুষ কে মানুষ বলে মনে করছেনা। তিনি দলীয় প্রোগ্রামে চেয়ার টেবিল ও কাপড় দিতে দেরি হওয়ায় একজন প্রধান শিক্ষক কে প্রকাশ্যে মারধর করার মত দুঃসাহস দেখিয়েছেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী। এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী’র সাথে যোগাযোগ করা হলে তিনি মারধরের কথা অস্বীকার করেন। এবিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। যদি এমন ঘটনা ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির প্রোগ্রাম এ চেয়ার টেবিল কাপড় জোগাড় করার দায়িত্ব ওই শিক্ষকের কিনা জানতে চাইলে তিনি বলেন অবশ্যই না। তিনি আরো জানান আমরা কোন অন্যায় কে ছাড় দিবো না কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
মারধরের ঘটনায় আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান মারধরের ঘটনা জেনেছি প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিলে উর্ধতন কতৃপক্ষ কে জানাবো।
Leave a Reply