চাঁদাবাজ-সন্ত্রাসীদের স্থান যশোরে হবে না: এসপি রওনক জাহান
যশোর প্রতিনিধিঃ
যশোরে নবাগত প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার তার সবকিছুই করা হবে। অপরাধীদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করা হবে না।
নবাগত পুলিশ সুপার মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন খুনি, ছিনতাইকারীদের ধরতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা হবে। কোন চাঁদাবাজের স্থান যশোরে হবে না। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কোন দলের লোক না। তারা অপরাধী। তাদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, জুয়েল মৃধা, শহিদ জয় প্রমুখ।
এসময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, আবুল বাশার, রুহুল আমিন, আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সাংবাদিকরা বলেন, যশোরে পুলিশি তৎপরতা নেই বললেই চলে। যেকারণে অপরাধীরা হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে। বিগত ক্ষমতাসীন দলের মদদপৃষ্ট সন্ত্রাসীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে। তাদের গডফাদাররা আড়ালে থাকলেও ক্যাডারদের কাছে অস্ত্র থেকে গেছে। এসব অস্ত্র ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের আটকে পুলিশকে সফলভাবে অভিযান চালাতে হবে। একই সাথে পুলিশকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। রওনক জাহান গত চলতি মাসে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন। দেশের প্রাচীনতম জেলা যশোরে জেলা পুলিশের শীর্ষ ব্যক্তি হিসেবে এই প্রথম কোনো নারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন।
এর আগে যশোর পিবিআইয়ের এসপি হিসেবে আরেক নারী কর্মকর্তা রেশমা শারমিন কর্মরত আছেন।
Leave a Reply