নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে
- Update Time :
Thursday, June 26, 2025
-
426 Time View
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য
অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে
যশোর প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে যশোর জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র্যালি। কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের উপ পরিচালক আসলাম হোসেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply