July 1, 2025, 2:56 am

News Headline :
মণিরামপুরে কৃষকরা অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ \ পুলিশ এনে শান্ত করেণ পরিবেশ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি দ্বোতলা বাড়িতে শুক্রবার গভীর রাতে ঢাকা ডিবি ও যশোরের পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে যশোর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শোর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মাসুদুল বারী কাক্কু এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে মণিরামপুরে উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  যশোর আদালতে এজাহারের কপি গায়েব বেঞ্চ সহকারী ও আইনজীবীকে শোকজ যশোরের চুড়ামনকাটিতে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইসলাম সজল (১১) নামে এক হাফেজি মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে যশোর সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজ এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে
মণিরামপুরে কৃষকরা অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ \ পুলিশ এনে শান্ত করেণ পরিবেশ

মণিরামপুরে কৃষকরা অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ \ পুলিশ এনে শান্ত করেণ পরিবেশ

A EC_0 1.2.67 Primo_S8_Mini_V03_07042022 FINGERPRINT: Walton/primo_s8_mini/primo_s8_mini:11/RKQ1.201105.002/Primo_S8_Mini_V03_15032022:user/release-keys HARDWARE: qcom HOST: vsm-build-svr01-pp ID: RKQ1.201105.002 IS_DEBUGGABLE: false IS_EMULATOR: false MANUFACTURER: walton MODEL: Primo S8 mini PERMISSIONS_REVIEW_REQUIRED: true PRODUCT: primo_s8_mini TAGS: release-keys TIME: 1649299927000 TYPE: user UNKNOWN: unknown USER: vsmart

মণিরামপুরে কৃষকরা অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে ইউএনও অফিসে বিক্ষোভ সমাবেশ \ পুলিশ এনে শান্ত করেণ পরিবেশ
মোন্তাজ আলী,

মণিরামপুর উপজেলার জয়পুর কোচবিলে ঘের দির্ঘদিন ধরে এলাকার কৃষক ও অবৈধ ঘের মালিকদের মধ্যে বিরোধ চলে আসছে। সে বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না দু’পক্ষকে ডেকে মিমাংসা করার জন্য রোববার দুপুরে তার নিজ অফিসে ডাকেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলার অনেক কর্মকতাসহ এলাকার কৃষকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু ইউএনও শুধু কৃষকের ডেকেছেন ঘের মালিকদের না ডাকার কারণে ঘের মালিকদের পক্ষে কিছুটা কথা বলায় শ’ শ’ কৃষকরা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য অতিরুক্ত পুলিশ ও আনছার বাহিনী এনে কৃষকদের নিচে নামিয়ে দেয়। ঢাকুরিয়া, ভোজগাতী ও হরিদাসকাটি ইউনিয়নের কৃষি জমি পানি নিস্কাশন, মাটি খনন রক্ষা কমিটির সভাপতি ও যুবদল নেতা মনির পাটোয়ারী জনান, তিন মাস ইউএনও সাহেব দুটি কমিটি গঠন করে দিয়েছেন কমিটির কর্মকর্তারা সরেজমিন গিয়ে সব রিপোট কৃষকের পক্ষে দিয়েছে, ইউএনও অফিসে আজ দু’পক্ষকে ডাকার কথা ছিলো কিন্তু ঘের মালিকদের না ডেকে ঘের মালিকদের পক্ষে কথা বলছে আমরা কিছু বুঝিনা। তিনি আরো বলেন প্রশাসন কিছু না করে তাহলে ৮/৯ গ্রামের কৃষকরা আইন হাতে তুলে সব ঘের উচ্ছেদ করে দিবে। এলাকার কৃষকরা অবসর প্রাপ্ত শিক্ষক ঢাকুরিয়া ইউনিয়ন সাবেক জামায়াতের সভাপতি নূরুল ইসলাম জানান, আমাদের প্রানের দাবী কোচবিল থেকে অবৈধ ঘের গুলো উচ্ছেদ করে কৃষি জমি রক্ষা করেন। কৃষক সাইফুল ইসলাম ইউএনও মহদায়কে প্রশ্ন করে বলেন স্যার আপনি দির্ঘ তিন মাস ধরে আমাদের বলে আসছেন সরকারী ভাবে কোন ঘের মালিকরা অনুমতি না নিয়ে তাদের ইচ্ছা মতো ঘের তৈরি করেছে। তাহলে ঘের মালিকরা অন্যয় করেছে আপনি কেন তাদের আইনীয়ের আওতায় আনছেন না। তখন ইউএনও বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করলে বাইরে থাকা কৃষকরা এক ঘন্টা ধরে বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান, সোমবার উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং শেষে ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক, ইউনিয়ন জামায়াতের সভাপতি/সাধারণ সম্পাদক, ঘের মালিক চার জন ও কৃষকের পক্ষে চারজন প্রতিনিধি নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2424
Design & Developed BY CodesHost Limited