July 5, 2025, 2:19 pm
যশোর প্রতিনিধি:
যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের উপর এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে সকল চিকিৎসার দায়িক্ত নিয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।
এ সময় তিনি বলেন, নির্যাতিত নারী শিশুদের পাশে বিএনপি আছে। তিনি আরও বলেন,তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়া হয়েছে। এছাড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে।লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে। এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।
উল্লেখ্য, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে এসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ঐ এসিডে রিপা, তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরের শরীর বেশি দগ্ধ হয়।
এদিকে এসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আহতের পিতা জামাত হোসেন শুক্রবার দুপুরে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।]
Leave a Reply