July 5, 2025, 3:32 pm
যশোরে স্কুল ছাত্রীকে (১৭) অপহরনের ঘটনায় তানভীর ইসলাম বিপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তানভীর শহরের পুরাতন কসবা পালবাড়ি গাজীরঘাট রোডের মোহাম্মদ শরীফের ছেলে। এই ঘটনায় ওই ছাত্রীর মা তিনজনের নামে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। বাকি আসামিরা হলো, তানভীরের পিতা শরীফ ও মা।
এজাহারে ওই ছাত্রীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি অসুস্থ থাকায় তার মেয়ের লেখাপড়া বর্তমানে বন্ধ আছে। স্কুলে যাতায়াতের পথে আসামি তানভীর প্রায় সময় তার মেয়েকে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু তার মেয়ে রাজি না হওয়ায় তাকে অপহরনের হুমকি দেয়। গত ২৮ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে বাড়ির সামনে দাড়িয়ে ছিলো। সে সময় আসামিরা এসে তার মুখ চেপে জোর করে অপহরণ করে নিয়ে যায়। তিনি জানতে পেরে তার মেয়ের খোঁজ নিতে আসামিদের সাথে যোগাযোগ করেন। প্রথমে ফেরৎ দেয়ার কথা বললেও পরে ফেরৎ দিতে অস্বীকার করে। পরে তিনি বাধ্য হয়ে থানায় মামলা করেন।
কোতয়ালি থানায় এসআই অনুপ কুমার মন্ডল জানিয়েছেন, গত ২ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে বাড়ি থেকে তানভীরকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এছাড়া ভিকটিমকে উদ্ধারে তারা অভিযান অব্যাহত রেখেছে
Leave a Reply