July 6, 2025, 12:11 pm
যশোর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলমের কর্মী সম্মেলনে অনুষ্ঠানে যশোর—৫ মনিরামপুর আসনে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ—এর পক্ষ থেকে হাফেজ রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করেছেন দলের মহাসচিব।
শনিবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলা পরিষাদের হলরুমে উপজেলা শাখার আয়োজনে এ কর্মী সম্মেলন অনষ্ঠানে হাফেজ রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। জমিয়তের কেন্দ্রীয় সহ—সভাপতি মুফতি রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান। সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসেন। সহ—সভাপতি মাওলানা আহসান হাবীব, শিল্প বিষয়ক সম্পাদক হাজী ইমদাদুল্লাহ, কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদ, যুব জমিয়তে কেন্দ্রীয় সভাপতি মুফতী হুসাইন আহমদ বিন ওয়াক্কাস, সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বক্তব্যে, যশোর—৫ আসনে আগামী সংসদ নির্বাচনে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ—এর পক্ষ থেকে হাফেজ রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করেন
Leave a Reply