July 6, 2025, 1:44 pm
যশোর প্রতিনিধি
যশোরের সাতমাইল মুরাদগড় বাজার এলাকা থেকে ৩ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ও মেহেদি নামে ২ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়,আজ ভোরে যশোর ৪৯ বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের সদর উপজেলার সাতমাইল মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর থেকে ২ জনকে আটক করে। তাদের দেহ তল্লাসী করে কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩.০৯৫ কেজি ওজনের ২৩ (তেইশ) টি স্বর্ণের বার জব্দ করে। আটককৃতদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর—মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর যাচ্ছিলো। আটককৃত আরিফুল ইসলাম শার্শা উপজেলার সালতা গ্রামের বাসিন্দা আব্দুল বারীর ছেলে ও অপর আটককৃত মেহেদী হাসান চুয়াডাঙ্গার জীবননগরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৫৬ লক্ষ ৭২ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর সদর থানায় হ¯াÍন্তর করা হয়েছে।
Leave a Reply