যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২জুলাই বিকাল ৫ টায় বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের উদ্বোগে সমাবেশ ও প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
প্রচার মিছিল পুর্ব সমাবেশে প্রধান জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল বলেন বিগত ১৭ বছরে বিএনপি এবং জামায়াত স্বৈরাচার শেখ হাসিনা কে ক্ষমতা থেকে সরাতে ব্যর্থ হয়েছে। কিন্তু দেশের তরুন যুবক শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এবং শত শত তাজা তরুন যুবকের জীবনের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আজকে যদি সেই জুলাই বীর সন্তানদের আমরা অবজ্ঞা করি অবমূল্যায়ন করি তাহলে অদুর ভবিষ্যতে দেশের কল্যানে আর কোন তরুন যুবক দেশের জন্য বুলেটের সামনে বুক পেতে দিবে না। তিনি আগামীতে দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত বৈষম্যহীন দেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে আসার আহবান জানান।
প্রচার মিছিল পুর্ব সমাবেশ জামদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি মাওলানা তবিবুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ নেতৃবৃন্দ
সমাবেশ শেষে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদানের আহবান জানিয়ে একটি প্রচার মিছিল বের হয়ে বসুন্দিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
Leave a Reply