September 13, 2025, 4:06 pm
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শামছুর রহমান কেবলকে স্মরণ
যশোর প্রতিনিধি
যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে প্রিয় সহকর্মীকে স্মরণ করে।
বুধবার শহরের কারবালায় মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যা মামলায় দীর্ঘ ২৪ বছরেও বিচারের মুখোমুখি করা যায়নি খুনিদের। কার্যক্রম দীর্ঘ ১৯ বছর ধরে ‘ফাইলবন্দি’ রয়েছে। ফলে দুই যুগেও বিচার নিশ্চিত হয়নি। এই দীর্ঘসূত্রিতা নিহতের পরিবার ও সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার জোর দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০০ সালের এই দিনে সন্ধ্যায় নিজ অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দৈনিক জনকণ্ঠের তৎকালীন বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল।
Leave a Reply