September 13, 2025, 4:01 pm
যশোর প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বনায়ন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের লালদিঘি পাড়ে অবস্থিত বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। আরও উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু সহ বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply