September 13, 2025, 4:01 pm
যশোর প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পর্য্যায়ের দায়িত্বশীল ও কর্মপরিষদ সদস্যরদের নিয়ে সাংগঠনিক কায্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় যশোরের মনিরামপুর উপওজলার জেলা পরিষাদের হলরুমে উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে সাংগঠনিক কায্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশে জামায়াত ইসলামের উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াত ইসলামের সহকারি সেক্রেটার ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা নায়েবে আমীর মাও: লিয়াকত আলী।উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি খলিলুর রহমান। উপজেলা সাহকারি সেক্রেটারি আহসান হাবীব লিটন। উপজেলা সহকারী সেক্রেটারি এইচ এম শামীম । এছাড়াও উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচন জনগণের অধিকার আদায়ের মাধ্যম। এজন্য সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে দলের লক্ষ্য ও কর্মসূচি পৌঁছে দিতে হবে।”
সভাপতি অধ্যাপক ফজলুল হক তার বক্তব্যে নির্বাচনী প্রস্তুতিকে আরো জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা যদি তৃণমূলের মানুষের আস্থা অর্জন করতে পারি, তবে আগামী নির্বাচনে সফলতা আমাদের হাতের মুঠোয় আসবে।”
অনুষ্ঠানে বক্তারা একযোগে জানান, নির্বাচনী প্রচারণায় সৎ ও স্বচ্ছ রাজনীতি তুলে ধরা হবে। জনগণের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারকে সামনে রেখে সকল দায়িত্বশীল কাজ করবে।
সমাবেশে উপস্থিত কর্মপরিষদ সদস্যরা নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে নির্বাচনে সাফল্য নিশ্চিত করা হবে।
Leave a Reply